মোহালিতে শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। ভিরাট কোহলির শততম টেস্টে টস জিতে ব্যাট করছে ভারত। শেষ খবর পর্যন্ত, স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান।
মোহালিতে ভারতকে আগ্রাসী শুরু এনে দেন দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা। রান রেট প্রায় ৬ ছুঁই ছুঁই রান রেটে ব্যাট চালাতে থাকেন এই দুই ব্যাটার। তবে দু’জনের কেউই ইনিংস বড় করতে পারেননি। মায়াঙ্ক ৩৩ ও রোহিত ২৯ রান করে যথাক্রমে লাসিথ এম্বুলডেনিয়া ও লাহিরু কুমারার শিকার হন। দলীয় ৫২ রানের মাথায় রোহিত এবং ৮০ রানে মায়াঙ্ক আউট হন। চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানেকে রাখা হয়নি এই টেস্ট সিরিজে। তাই তিনে ব্যাট করতে নেমেছেন হনুমা বিহারি। শততম টেস্টে মাঠে নামা ভিরাট কোহলির সাথে বিহারির জুটিতে এখন পর্যন্ত এসেছেন ২৯ রান।
ব্যাটিং অর্ডারে এরপর থাকছেন শ্রেয়াস আইয়ার ও রিশাভ পান্ত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে আছে শ্রীলঙ্কা, ভারত আছে পঞ্চম স্থানে।
আরও পড়ুন: কিংবদন্তি উইকেটরক্ষক রডনি মার্শ না ফেরার দেশে চলে গেলেন
এম ই/
Leave a reply