দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন মুশফিক

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন মুশফিকুর রহিম, জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ উল ইসলাম। আঙুলের ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল।

একদিন বিশ্রাম দিয়ে শুক্রবার (৪ মার্চ) এক্স-রে করানো হয় মুশফিকের। বিপজ্জনক কিছু না থাকায় নেটে অনুশীলনও সারেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুশফিককে পাওয়ার নিশ্চয়তা দেন ফিজিও। আর এই ম্যাচে মাঠে নামলেই মিস্টার ডিপেন্ডেবল স্পর্শ করবেন ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মাহমুদউল্লাহর দল। শনিবারের (৫ মার্চ) ম্যাচটি জিতে ওয়ানডের পর দেশের মাটিতে আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন: র‍্যাঙ্কিংয়ে উন্নতির সামনে টাইগাররা, নামতে পারে আফগানিস্তান

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply