ভারতের একটি সামরিক সাবমেরিন শনাক্ত ও সেটির গতিপথ আটকে দেয়ার দাবি করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, মঙ্গলবার (১ মার্চ) ভারতের কলভেরি শ্রেণির আধুনিক একটি সাবমেরিনকে জলসীমা লঙ্ঘনের অনুমতি দেয়নি পাকিস্তানের নৌবাহিনীর সাহসী সেনারা।
জেনারেল বাবর ইখতিখার আরও বলেন, গত পাঁচ বছরের মধ্যে এটা এধরনের চতুর্থ ঘটনা। পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের জলসীমায় প্রবেশের সময় বাধা দেয়। পাকিস্তানি বাহিনীর বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।
পাকিস্তানি গণমাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়, এর আগে ভারতের আরেকটি সাবমেরিনের গতিপথ রোধ করার খবর দিয়ে পাকিস্তান বলেছিল, তারা চাইলে সাবমেরিনটি ধ্বংস করতে পারত, কিন্তু ইসলামাবাদ শান্তিকামী হওয়ায় তারা তা করেনি।
/এনএএস
Leave a reply