ইউক্রেন সংকটে আটকে পড়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়েছে ভারত

|

ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া বেশকিছু শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত সরকার।

১৯টি বিশেষ ফ্লাইটে চলছে এ উদ্ধারকাজ। প্রতিবেশী পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়াসহ বেশকয়েকটি দেশের বিমানবন্দর ব্যবহার করে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। রুশ আগ্রাসনের পরপরই ইউক্রেনে আটকে পড়া শিক্ষার্থীদের প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আরও এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে ভারত সরকার। কিয়েভের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই শিক্ষার্থী। এর আগে রুশ বাহিনীর বোমা হামলায় খারকিভে এক ভারতীয় মেডিকেল ছাত্র প্রাণ হারান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply