৯ দিনে ইউক্রেনের যা ক্ষয়ক্ষতি

|

৯ দিনের অভিযানে ইউক্রেনের ১ হাজার ৬১২টি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় বিবিসি। এরই মধ্যে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জে-পোর-জেইয়া দখলে নিয়েছে রাশিয়া। শুক্রবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইউক্রেন সরকার নিজেই।

এক বিবৃতিতে পুতিন প্রশাসন জানায়, মূলত কমান্ড সেন্টার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রাডার স্টেশন, ট্যাংক, বিমান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এখন পর্যন্ত ইউক্রেনর গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় কমপক্ষে ১৮০টি মিসাইল হামলা চালানো হয়েছে।

তবে আবাসিক এলাকা এবং যোগাযোগ ব্যবস্থায় রাশিয়া কোনো অভিযান চালাচ্ছে না বলে দাবি করা হয়। যদিও জেলেনস্কি সরকার জানিয়েছে, কোনো কিছুই রুশ আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না, এমনকি আবাসিক স্থাপনাও নয়।

এদিকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এলেও অবকাঠামো ভেঙে পড়ার পাশাপাশি প্রাণহানি এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছে কর্তৃপক্ষ। কারণ, পরমাণু চুল্লির সংস্কার চললেও তাতে রয়েছে বিপুল পরিমাণ জ্বালানি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply