রংপুরে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ, গ্রাম পুলিশ সদস্য গ্রেফতার

|

বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত গ্রাম পুলিশ সদস্য সাজু মিয়া (২৭)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর

রংপুরের কাউনিয়ায় এক বৃদ্ধার সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে সাজু মিয়া (২৭) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে তাকে আদালাতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, গ্রেফতারকৃত সাজু মিয়ার বিরুদ্ধে একই এলাকার সরকারি বয়স্ক ভাতার তালিকাভূক্ত ৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার (৩ মার্চ) থানায় একটি মামলা করেন মমেনা বেগম নামে এক বৃদ্ধা। মামলার এজাহারে বলা হয়, এক বছর আগে তার নামে আসা বয়স্ক ভাতার ৩ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আসে। কিন্তু সাজু মিয়া কৌশলে ওই টাকা তুলে তা আত্মসাত করে। পরে টাকা চাইতে গেলে সাজু তার সাথে টাল বাহনা শুরু করে।

ওসি জানান, প্রাথমিক তদন্তে ওই বৃদ্ধার ভাতার টাকা আত্মসাতের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় মামলা গ্রহণ করে বৃহস্পতিবার রাতেই নিজ বাড়ি থেকে সাজুকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেও বলে জানান ওসি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply