লঙ্কানদের বিপক্ষে চালকের আসনে ভারত, পন্থের শতরানের আক্ষেপ

|

ছবি: সংগৃহীত।

ভিরাট কোহলির শততম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে ৩৫৭ রান তুলে চালকের আসনে ভারত। তবে এদিন শতরানের আক্ষেপে পুড়েছেন দলের উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পন্থ। শতরান থেকে মাত্র চার রান দূরে থেকে আউট হন তিনি।

মোহালিতে ভারতকে আগ্রাসী শুরু এনে দেন দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা। তবে, দু’জনের কেউই ইনিংস বড় করতে পারেননি। মায়াঙ্ক ৩৩ ও রোহিত ২৯ রান করে যথাক্রমে লাসিথ এমবুলদেনিয়া ও লাহিরু কুমারার শিকার হন। তৃতীয় উইকেট জুটিতে ৯০ রানের জুটি গড়েন কোহলি ও হনুমা বিহারী। ৫ রানের ব্যবধানে ফিরে যান এই দুজন। হনুমা অর্ধশত রানের দেখা পেলেও ৪৫ রান করে আউট হন কোহলি।

এরপরই শুরু হয় পন্থ শো। ২৭ রান করা শ্রেয়াস আয়ারের (২৭) সাথে ৫৩ রানের জুটি গড়ার পর রবীন্দ্র জাদেজার সাথে গড়েন ১০৪ রানের জুটি। শেষ পর্যন্ত ৯৭ বলে ৯৬ রান করে লাকমলের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

দিনশেষে ৪৫ রানে জাদেজা ও ১০ রানে অপরাজিত আছেন রবিচন্দ্রন আশ্বিন। শ্রীলঙ্কার পক্ষে দুইটি উইকেট শিকার করেন স্পিনার লাসিথ এমবুলদেনিয়া। একটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও ধনঞ্জায়া ডি সিলভা।

আরও পড়ুন: ফিফা ও উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে রাশিয়া

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে আছে শ্রীলঙ্কা, ভারত আছে পঞ্চম স্থানে। এই টেস্ট দিয়ে শততম টেস্টে মাঠে নেমেছেন ভিরাট কোহলি। বিশ্বের ৭১তম ও ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন কোহলি। এখন পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে ১৬৮ ইনিংস ব্যাটিং করে ২৭ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে ৭৯৬২ রান করেছেন তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply