নাটোরে পরিবহন মালিক সমিতির দুটি গ্রুপের দ্বন্দ্বের জেরে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে নাটোর-বগুড়া মহাসড়কে বাস-মিনিবাস চলাচল। এতে যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।
তবে বিকল্প পথে সিরাজগঞ্জ হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে বাস চলাচল করছে বলে জানিয়েছেন মালিক সমিতি সংশ্লিষ্টরা।
চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা মোটর মালিক সমিতি ও বাস-মিনিবাস মালিক সমিতির বিরোধ চলছিল। চাঁদাবাজির অভিযোগ এনে গত বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় বাস-মিনিবাস মালিক সমিতি।
অন্যদিকে, কাউন্টার ভাঙচুর, শ্রমিকদের মারধর ও চাঁদাবাজির পাল্টা অভিযোগে এনে মোটর মালিক সমিতিও বাস চলাচল বন্ধ রাখে। ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে দু’পক্ষই।
/কিউএস
Leave a reply