ক্রিকেটের ম্যারাডোনা; উচ্ছৃঙ্খল জীবনই কাল হলো ওয়ার্নের!

|

ছবি: সংগৃহীত।

ক্রিকেটার হিসেবে যতটা উজ্জ্বল ছিলেন, ব্যক্তিগত জীবনে তার থেকেও বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন শেন ওয়ার্ন। ক্যারিয়ারে গোটা সময় জুড়েই বিতর্ক ছিল ওয়ার্নের ছায়া। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে ডোপিং, এমনকি ফিক্সিংয়ের ঘটনার সাথেও জড়িত ছিল ওয়ার্নের নাম। ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মতোই বেপরোয়া জীবনযাপনে অনেক দ্রুতই ফিরে যেতে হলো টেস্টের ২য় সর্বোচ্চ উইকেটশিকারি শেন কিথ ওয়ার্নকে।

১৯৯২ সালে সিডনিতে ভারতের বিপক্ষে সাদা পোষাকে অভিষেক হয় ওয়ার্নের। তার পরের বছরই তার হাত থেকে এসেছিলো বল অফ দ্য সেঞ্চুরি। তখনই ক্রিকেট বিশ্ব আভাস পেয়েছিলো, আসছেন শেন কিথ ওয়ার্ন নামের এক বিধ্বংসী বোলার। যার স্পিন জাদু ঝড় তুলবে ২২ গজে।

ইংল্যান্ডের মাটিতে শতাব্দীর সেরা বলটি করে তোলপাড় ফেলে দেয়া ২৪ বছর বয়সী ওয়ার্নকে এরপর আর আটকাতে পারেনি কেউ। ইংলিশ ব্যাটার মাইক গ্যাটিংকে বোল্ড করে হতবাক করে দিয়েছিলেন গোটা বিশ্বকে। তবে বল হাতে যত খ্যাতি তিনি পেয়েছিলেন তার অনেকটাই বিবর্ণ হয়েছিলো তার ব্যক্তিগত স্বভাবের কারণে।

ফুটবলের লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনা যেমন তার বেহিসাবী জীবনের জন্য মাত্র ৬০ বছর বয়সেই প্রাণ হারান, শেন ওয়ার্নও ছিলেন একই পথের পথিক। শেন ওয়ার্ন আর বিতর্ক যেন একে অপরের ছায়া ছিল। ম্যারাডোনার মতো নারী কেলেঙ্কারি, ম্যাচ পাতানো, এমনকি ডোপিংয়ের মতো ঘটনাও ঘটিয়েছেন ওয়ার্ন।

আরও পড়ুন: ওয়ার্নের অকাল প্রস্থানে সাকিব-তামিমদের শোক প্রকাশ

জীবনযাত্রাটা কখনোই মসৃণ ছিলো না তার। একের পর এক নারীদের সাথে সম্পর্কে জড়ানো ছাড়াও নারীদের শারীরিকভাবে হেনস্তা করার মতো অভিযোগও ছিল তার বিরুদ্ধে। সবশেষ ২০১৭ সালে লন্ডনে এক নাইট ক্লাবে নীল ছবির তারকাকে নির্যাতনের মতো ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি।

টেস্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী একদিকে যেমন দাপট দেখিয়েছেন ক্রিকেটাঙ্গনে, অপর দিকে বিশৃঙ্খলাকে বানিয়েছিলেন নিজের জীবনসঙ্গী। ১৯৯৯ বিশ্বকাপে যেখানে ফাইনাল সেরা হয়েছিলেন, সেখানে পরের আসরেই ২০০৩ সালে ডোপিংয়ের জন্য হয়েছিলেন নিষিদ্ধ।

শেষ পর্যন্ত ফুটবল লিজেন্ডের মত ক্রিকেট লিজেন্ডেরও পরিণতি হলো এক। উচ্ছৃঙ্খল জীবনযাপনই কেড়ে নিলো সর্বকালের অন্যতম সেরা স্পিনারকে। বিতর্ককে সঙ্গী করে বিদায় নিলেন শেন কিথ ওয়ার্ন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply