দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। আজ শনিবার (৫ মার্চ) বিকাল ৩টায় মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদশ।
২০১৮ সালে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। দেশের মাঠিতে এবার সেই সিরিজের প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশর সামনে।
দ্বিতীয় ম্যাচের আগে গতকাল শুক্রবার ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশের। যে সেশনে নাঈমের পাশাপাশি অনুশীলনে মগ্ন ছিলেন ৭৪ ও ৭৫তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে লাল সবুজের জার্সি গায়ে তোলা মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী। দ্বিতীয় ম্যাচেই বড় স্কোর করতে মরিয়া ময়মনসিংহের ছেলে মুনিম। ব্যাটিংয়ের পাশাপাশি এদিন ফিল্ডিং নিয়েও আলাদাভাবে কাজ করেছেন তিনি।
এই ম্যাচের আগে সুসংবাদ পেয়েছে টিম ম্যানেজমেন্ট। ডান হাতে বৃদ্ধাঙ্গুলের চোট কাটিয়ে সুস্থ হয়েছেন মুশফিকুর রহিম। শুক্রবার নেটে দীর্ঘ সময় স্বাচ্ছন্দে ব্যাটিং করার পাশাপাশি ক্যাচিং অনুশীলনও করেছেন এই উইকেটরক্ষক।
শতভাগ ফিট থাকলে মুশির একাদশে ফেরা নিশ্চিত। কিন্তু দুয়ারে দক্ষিণ আফ্রিকা সফর থাকায় তাকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মুশফিক দলে ফিরলে কপাল পুড়তে পারে ইয়াসির আলী কিংবা নাঈম শেখের। তবে নাঈম আরও একটা সুযোগ পেলেও পেতে পারেন।
বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেছেন, আমি বিশ্বাস করি একজন ক্রিকেটার যত বেশি ম্যাচ খেলবে, তার আত্মবিশ্বাস তত বেশি বাড়বে। হোক সেটা বোলার কিংবা ব্যাটার। নাঈম দুই মাস আগেও দারুণ সফল ছিল। তার সেই সামর্থ্য আছে। খারাপ সময়ে তার পাশে আছি আমরা।
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচেও জয় চায় টাইগাররা। কারণ সিরিজ জিতলে আফগানিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে আসবে রিয়াদের দল। মোহাম্মদ নবীর দল নেমে যাবে ১০ নম্বরে।
/এমএন
Leave a reply