Site icon Jamuna Television

নারী সাংবাদিকের গাল টিপে দিলেন রাজ্যপাল

সংবাদ সম্মেলনে এক নারী সাংবাদিক প্রশ্ন করলে তার প্রশ্নের উত্তর না দিয়ে তার গাল টিপে দিলেন তামিলনাড়ুর রাজ্যপাল। এই ঘটনা ঐ সাংবাদিক তার টুইটারে পোস্ট করলে বিতর্ক শুরু হয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাজভবনে এক সাংবাদিক সম্মেলনে বিরুদ্ধনগর কলেজ কাণ্ড নিয়ে তাঁর মতামত জানাচ্ছিলেন রাজ্যপাল। সেই বৈঠকের শেষে এক ম্যাগাজিনের মহিলা সাংবাদিক রাজ্যপালকে ওই বিষয় একটি প্রশ্ন করেন। প্রশ্নের উত্তর না দিয়ে রাজ্যপাল মহিলা সাংবাদিকের গাল টিপে দেন।

এদিকে এই নারী সাংবাদিক তার টুইটারের লিখেন, আমি রাজ্যপালকে সাংবাদিক বৈঠক শেষে একটি প্রশ্ন করি। কিন্তু তার উত্তর না দিয়ে, তিনি তাঁর অনুমতি না নিয়ে গাল চাপড়ে দেন।

এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই, বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। ডিএমকে-র রাজ্যসভার সাংসদ এম.পি কানিমোঝি টুইট করেন, যদিও ধরে নেওয়া যায়, এই আচরণের পিছনে কোনও খারাপ অভিসন্ধি ছিল না, কিন্তু একজন সাংবিধানিক পদাধিকারীর কোনও কাজ করার আগে চিন্তাভাবনা করা উচিত। শুধুমাত্র একজন নারী সাংবাদিক নন, যেকোনও অপরিচিত ব্যক্তিকেই বিনা অনুমতিতে ছোঁয়া অনুচিত।

Exit mobile version