ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যাপোরিঝিয়া হামলার পর এবার আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য অগ্রসর হচ্ছে রাশিয়া। জানা গেছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘ইউঝনউক্রেনস্ক’এ হামলা করতে যাচ্ছে রুশ সেনাবাহিনী। খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার (৪ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে এ তথ্য তুলে ধরেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড। তিনি বলেন, রুশ সেনাবাহিনী এখন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র ২০ মাইল দূরে আছে। তারা শিগগিরই সেখানে হামলা চালাতে চলেছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই ইউঝনউক্রেনস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটিসহ দেশটিতে মোট ১৫টি পারমাণবিক চুল্লি রয়েছে। এ নিয়ে লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির ১৫টি চুল্লির মধ্যে কোনো একটিরও যাতে ক্ষতি না হয়, সেজন্য রুশ সেনাবাহিনীকে থামাতে হবে। নাহলে বড়সড় কোনো বিপর্যয় ঘটতে পারে।
By the grace of God, the world narrowly averted a nuclear catastrophe last night. Russia must halt any use of force that might put at further risk all 15 operable reactors across Ukraine – nuclear facilities cannot become part of this conflict. https://t.co/GpyySLpKx1
— Ambassador Linda Thomas-Greenfield (@USAmbUN) March 4, 2022
এর আগে, স্থানীয় সময় শুক্রবার ভোররাতের দিকে যাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা শুরু হয়। রাশিয়া এ হামলা চালায় বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। হামলার পর বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি চুল্লির একটিতে আগুন ধরে যায়। তবে হামলা অব্যহত থাকায় তাৎক্ষণিক আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
আরও পড়ুন: আরও একটি চেরনোবিল বিপর্যয় দেখার অপেক্ষায় বিশ্ব?
অবশেষে রাত ৫টা ২০ মিনিটের দিকে আগুন নেভানোর কাজ শুরু করতে সক্ষম হন ইউক্রেনের ফায়ার সার্ভিসের সদস্যরা। এক ঘণ্টার চেষ্টায় স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।
এসজেড/
Leave a reply