হঠাৎ পেঁয়াজের বাজার কিছুটা অস্থিতিশীল। তাই বাজার মনিটরিংয়ে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার।
শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীতে শুরু হয়েছে এ অভিযান। দিনভর চলবে এ অভিযান। এখন পর্যন্ত মূল্য তালিকা না থাকায় পানামা ট্রেডার্স ও রাজিব বাণিজ্য ভাণ্ডারকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর জানায়, কেউ যদি সিন্ডিকেট করে কম মূল্যে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাজার মনিটরিংয়ে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে ৷ এরপর আদা ও রসুনের পাইকারি বাজারে অভিযান কথা রয়েছে ।
/এডব্লিউ
Leave a reply