সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নে চা শ্রমিকদের ‘কুলি’ সম্বোধন, প্রতিবাদে বিক্ষোভ

|

চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের বিভিন্ন গ্রেডে সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নপত্রে চা শ্রমিক সম্প্রদায়কে হেয় করার অভিযোগ ওঠেছে। চা শ্রমিকদের ‘কুলি’ সম্বোধন করে ছাপানো প্রশ্নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।

শনিবার (৫ মার্চ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে সচেতন চা শ্রমিক ছাত্র ও যুবকদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, শুক্রবার (৪ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের চারটি গ্রেডে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেয়া হয়েছে। এই পরীক্ষার প্রশ্নপত্রে একটি জায়গায় চা শ্রমিককে ‘কুলি’ বলা হয়েছে। যা চা শ্রমিক সম্প্রদায়কে হেয় করার সামিল। এর তীব্র প্রতিবাদ ও এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে সিলেট বিভাগীয় কমিশনারের অফিসিয়াল ফেইসবুক পেইজে অনিচ্ছাকৃত ভুলের জন্য বিভাগীয় নির্বাচনী বোর্ড দুঃখ প্রকাশ করে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply