জোড়া সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়লো পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেটে ৪৭৬ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। জবাবে দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।

রাওয়ালপিন্ডি টেস্টে ১ উইকেটে ২৪৫ রান নিয়ে ২য় দিনের খেলা শুরু করে পাকিস্তান। ইমাম উল হক ১৩২ ও আজহার আলী ৬৪ রান নিয়ে দিন শুরু করেন। ইমাম ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি নিয়ে যান ১৫৭ রানে। প্যাট কামিন্সের শিকার হয়ে ইমাম আউট হলে ভাঙে ২০৮ রানের বিশাল জুটি। তবে আজহার আলীর ১৯তম সেঞ্চুরিটি গিয়ে থামে ১৮৫ রানে। এরপর ৩৬ রান করে রান আউট হন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অসহায় অজি বোলিং লাইন আপে লায়ন-কামিন্স ও ল্যাবুশানে নেন একটি করে উইকেট।

ইনিংস ঘোষণা করতে বেশি দেরিই হয়তো করে ফেলেছে। প্রথমে অতি মন্থর ব্যাটিংয়ের পর ইনিংস ঘোষণা করতে দেরি হওয়ায় দিনের শেষে নতুন বল হাতে খুব বেশি সুযোগ পাননি শাহিন আফ্রিদি। দিনশেষে উইকেটে আছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন: জাদেজার বিশাল সেঞ্চুরিতে মোহালি টেস্ট ভারতের নিয়ন্ত্রণে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply