সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রলীগ কর্তৃক চবির প্রধান ফটক অবরোধ

|

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে তারা।

ছাত্রলীগ নেতাদের দাবি, শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শুধু ফারসি বিভাগের নিয়োগটি বোর্ড বাতিল করে। যেহেতু একটি নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হয়েছে সেহেতু অন্যান্য বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অর্থ লেনদেনের আশঙ্কা রয়েছে। তাই শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্তগুলোও বাতিলের দাবি জানান তারা।

এর আগে, শনিবার বিকেলে চারুকলা ইন্সটিটিউটে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সভায় বেশ কয়েকটি বিভাগ ও দফতরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ অনুমোদন হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের অডিও ফাঁস হয়।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply