খুন হয়েছেন শান্তি আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য

|

(ইনসেটে) ডেনিস কিরিভ

ইউক্রেনের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বেলারুশে শান্তি আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেনিস কিরিভ খুন হয়েছেন। খবর ইন্ডিয়াটিভির।

শনিবার (৫ মার্চ) ইউক্রেন প্রতিনিধি দলের সদস্য কিরিভের মৃত্যুর তথ্য প্রথম প্রকাশ করেন দেশটির সংসদ সদস্য আলেকজান্ডার দুবিনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, গ্রেফতারের চেষ্টার সময় ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা এসবিইউয়ের এজেন্টরা তাকে গুলি করে হত্যা করেছে। তবে শনিবার বিকেল ৪টা পর্যন্ত ডেনিসের মৃত্যুর ব্যাপারে ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পরে, ইউক্রেনের শীর্ষ দুই গণমাধ্যম ইউক্রেনিয়াডটইউএ এবং অবজরেভাটেল অজ্ঞাত সূত্রের বরাতে কিরিভের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। ডেনিসের মৃতদেহের আংশিক অস্পষ্ট একটি ছবিও প্রকাশ করে তারা। ছবিটিতে দেখা যাচ্ছে, ফুটপাতে মুখ থুবড়ে পড়ে আছেন এক ব্যক্তি। তার মুখ ​​ও মাথা রক্তাক্ত।

এর আগে, গত সপ্তাহের সোমবার বেলারুশের গোমেলে রাশিয়ার সাথে অনুষ্ঠিত প্রথম দফার শান্তি বৈঠকে অংশ নিয়েছিলেন ডেনিস। বৈঠকে আলোচনার টেবিলের সর্বডানে ইউক্রেনের অন্যান্য কর্মকর্তাদের সাথে বসেছিলেন তিনি। তবে গণমাধ্যমে প্রকাশিত ইউক্রেনের প্রতিনিধি দলের তালিকায় তার নাম না থাকায় আলোচনায় তার অবস্থান অস্পষ্ট রয়ে গেছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের চ্যানেল ৫ এর এক প্রতিবেদনে দাবি করা হয় যে, ডেনিস ২০২০ সাল থেকেই রুশ গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে চলছেন। পরে এ ব্যাপারে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ তদন্ত করতে শুরু করে। তবে এসবিইউয়ের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় তদন্ত থেকে তার অব্যাহতি পাওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply