‘নাঈমকে বাদ দেয়ার পরিকল্পনা নেই’

|

ছবি: সংগৃহীত

টানা দুটো আন্তর্জাতিক সিরিজের সাথে বিপিএলেও ব্যাট হাতে ব্যর্থ মোহাম্মদ নাঈম। তবে তাকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

পাকিস্তানের পর আফগানিস্তান সিরিজের মাঝে হয়েছে বিপিএল। তবে তিনটি আসরেই ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন ওপেনার মোহাম্মদ নাইম। তবে টি-টোয়েন্টিতে টাইগারদের সর্বোচ্চ র‍্যাঙ্কধারী এই ব্যাটারকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা নেই প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর। তার মতে, দলে থাকাটা নাঈমের প্রাপ্য।

রাসেল ডোমিঙ্গো বলেন, কখনও কখনও ক্রিকেটারদের খেলায় ছন্দপতন হয়। সে সময়টা কোচ ও নির্বাচকদের তার পাশে থাকতে হয়। সবাই সব সময় রান করবে না। কেউ কেউ বাজে সময়ের মধ্য দিয়ে যাবে। তাই নাঈমকে বাদ দেয়ার পরিকল্পনা নেই। টি-টোয়েন্টিতে সে আমাদের সর্বোচ্চ র‍্যাঙ্কধারী ব্যাটার। দলে থাকাটা তার প্রাপ্য।

আরও পড়ুন: ‘টি-টোয়েন্টি ওপেনার হিসেবে নাঈমকে রাখার কারণ তার মেধা ও সামর্থ্য’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply