ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ। শনিবার যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপানসহ কয়েকটি দেশে বিক্ষোভ-প্রতিবাদ হয়।
পতাকা ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা প্রদর্শন করেন ইউক্রেনের প্রতি সমর্থন। দেশটির বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানানো হয় সমাবেশে। আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধে আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি।
কয়েকটি দেশে ঘেরাও করা হয় রুশ দূতাবাস। এছাড়া ইউক্রেনবাসীর জন্য প্রয়োজনীয় সহায়তা পাঠাতেও নিজ দেশের সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।
/এডব্লিউ
Leave a reply