রাশিয়ায় অবস্থানরত কানাডার নাগরিকদের দ্রুত দেশে ফেরত যাওয়ার আহ্বান জানিয়েছে কানাডা প্রশাসন। শনিবার (৫ মার্চ) দেয়া হয় এ নির্দেশনা।
চলমান পরিস্থিতিতে রাশিয়া ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে নাগরিকদের। দেশটির সাথে বিমান চলাচলে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর এ নির্দেশনা এসেছে। কানাডা প্রশাসন জানায়, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকাকালেই যেন দ্রুত নিজ দেশে ফেরত যায় নাগরিকরা। রাশিয়ার সাথে আর খুব বেশি সংখ্যক ফ্লাইট চালু নেই বলে আশঙ্কা জানায় কানাডা প্রশাসন।
আরও পড়ুন: রাশিয়ায় কার্যক্রম স্থগিতের ঘোষণা ভিসা ও মাস্টারকার্ডের
এছাড়া, ইউক্রেন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করা থেকে বিরত থাকাতে কানাডার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। এর আগে নিজ নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্র।
Leave a reply