ফেসবুকের জায়গা নিতে চলেছে হারিয়ে যাওয়া এক অ্যাপ-‘অরকুট’। এক সময় সোশ্যাল নেটওয়ার্ক মানেই ছিল ‘অরকুট’। বন্ধুত্ব, প্রেম, বিয়ে, বিচ্ছেদ কত ধরনের সম্পর্কের উত্থান-পতনের সাক্ষী অ্যাপটি।
প্রযুক্তির পালাবদলে এক সময় হারিয়ে যায় অরকুট। সে জায়গা দখল করে নেয় ফেসবুক, টুইটার। নির্মাতা প্রতিষ্ঠান গুগলও এক সময় বাজার থেকে প্রত্যাহার করে নেয় অ্যাপটি।
তবে ফেসবুকের নাকাল অবস্থার সুযোগ নিতেই কিনা আবারও নতুনরূপে ফিরে আসছে অরকুট। নাম বদলে হয়ে গেছে ‘হ্যালো’। মার্ক জুকারবার্গের ফেসবুক বিরুদ্ধে সম্প্রতি ব্যবহারকারীদের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে।
২০০৪ সালের শুরুতেই লঞ্চ হয়েছিল অরকুট। সেই সময়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ‘নিং’ নামে একটি অ্যাপ। পাশাপাশি ছিল ফেসবুক ও মাইস্পেস। এবার ‘হ্যালো’ নাম নিয়ে আসা অ্যাপটি ফেসবুকের সাম্রাজ্যের কতখানি দখল করে নিতে পারে সেটিই এখন দেখার বিষয়।
যমুনা অনলাইন: এটি
Leave a reply