ইউক্রেনে দ্বিতীয় দিনেও কার্যকর হলো না সাময়িক অস্ত্রবিরতি। ১১ ঘণ্টা সময় দেয়া হলেও রুশ-ইউক্রেন সেনাবহরের পাল্টাপাল্টি হামলায় ভেস্তে গেলো বেসামরিক নাগরিকদের নিরাপদে উদ্ধারের তৎপরতা।
রাজধানীর কাছেই ইরপিন শহরে পালানোর সময় গোলাবর্ষণের শিকার হন অনেকে। প্রাণ হারান এক মা ও তার দুই সন্তান। এছাড়া কাছাকাছি এলাকায় রুশ সেনাবহরের অগ্রযাত্রা ঠেকাতে সেতু লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে ইউক্রেন বাহিনী। সেসময় ব্রিজটি পার হচ্ছিলেন সাধারণ মানুষজন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস জানিয়েছে, দ্বিতীয় দিনের মতো বন্দর নগরী মারিওপোলে স্থগিত করা হলো বেসামরিক নাগরিকদের উদ্ধার তৎপরতা। সেখানে মানবেতর জীবনযাপন করছেন প্রায় দুই লাখ মানুষ। অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করছে রুশ ও ইউক্রেনের সেনাবহর।
/এডব্লিউ
Leave a reply