ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে বিভিন্ন মহল থেকে প্রয়োগ করা হচ্ছে চাপ। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থেকে সরতে নারাজ। তিনি বলছেন, রাশিয়ার কথা মেনে নিলেই শুধু তারা এ অভিযান থামাবে। কিয়েভ প্রশাসনকে তিনি বলেন, নিজ জনগণের স্বার্থেই যুদ্ধ বন্ধ করুন।
রোববার (৬ মার্চ) পুতিন বলেন, বাস্তব চিত্র বিবেচনা করে রাশিয়ার সাথে ইউক্রেনের গঠনমূলক আলোচনা করা উচিত। বিনা শর্তে রাশিয়ার কথা মেনে নিলেই সামরিক আগ্রাসন থামাবে মস্কো। পুতিন বলেন, দেশটির বর্তমান সরকারের পতন দেখতে চায় রাশিয়া। সেই দাবি মেনে নিলেই বিশেষ এ বন্ধ হবে অভিযান বন্ধ করা হবে।
এদিকে রুশ সেনাদের কড়া হুঁশিয়ারি দিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনে আগ্রাসন ও যুদ্ধাপরাধ চালানোর অপরাধে রুশ সেনাবহরকে চূড়ান্ত শাস্তি পেতে হবে। কিয়েভে কোনো হত্যাযজ্ঞ হলে কবর পর্যন্তও ছাড় দেয়া হবে না তাদের।
জেলেনস্কি ভাষণে বলেন, আমাদের ঘরবাড়ি-স্থাপনার ওপর মিসাইল হামলা ক্ষমার অযোগ্য। ইউক্রেনের ভূখণ্ড, বেসামরিক নাগরিক, শিশুদের ওপর নির্যাতন চালানোর জন্য পুতিন প্রশাসনকে বিচারের মুখোমুখি হতেই হবে। এতোদিন সামরিক ঘাঁটি-প্রশাসনিক ভবন ছিল হামলার লক্ষ্য। এখন লোকালয় লক্ষ্য করেও ছোঁড়া হচ্ছে মিসাইল। এটা গণহত্যা ছাড়া কিছুই নয়। এই অপরাধের জন্য তাদের একমাত্র গন্তব্যস্থল কবর।
/এডব্লিউ
Leave a reply