সিরিয়ার পালমিরা শহরের কাছে মফস্বল এলাকায় রোববার (৬ মার্চ) একটি সামরিক বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। ফ্রান্স ২৪ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে আইএস বিলুপ্তির পরেও তারা এখনো গোপনে অবস্থান করে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আইএস সেল পালমিরা মরুভূমিতে একটি সামরিক বাসে হামলা চালায়। এই হামলায় ১৫ জন সৈন্য নিহত হয়েছে এবং অন্তত ১৮ জন আহত হয়েছে।
প্রতিবেদনে আরও জানা যায়, আহতের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আইএস এখনো এই হামলার ব্যপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
/এনএএস
Leave a reply