১৩ বছরে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

|

ইউক্রেনের একটি তেল ও গ্যাস টার্মিনাল। ছবি: সংগৃহীত।

গত ১৩ বছরের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ দেখছে বিশ্ব। অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম এখন ১৩০ মার্কিন ডলার। খবর সিএনবিসি’র। এর আগে, ২০০৮ সালের জুলাইয়ে একদিনের জন্য প্রতি ব্যারেলের দাম ১৩৯ মার্কিন ডলার হয়েছিল।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে প্রতি সপ্তাহের ব্যবধানেই বাড়ছে তেলের দাম। এরইমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোরালো আলোচনা চলছে, এমন হুঁশিয়ারী দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিন সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ফলে রাশিয়ায় অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে। দ্রুতই মস্কো থেকে তেল-গ্যাস আমদানি বন্ধ করতে চায় ইউরোপ-আমেরিকা। যদিও এরইমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে যুক্তরাজ্য। আর কিয়েভ বলছে, রাশিয়ার তেল ও গ্যাস থেকে ইউক্রেনবাসীর রক্তের গন্ধ ছড়াচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply