আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
সদর থানার ওসি মনছুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সমর্থক আবুল মেম্বার গ্রুপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্যের সমর্থক ইউসুফ আলীর গ্রুপের মধ্যে সোমবার (৭ মার্চ) সকালে ধাওয়া-পালটা ধাওয়া হয়। এরপর দুপুরে আবুল মেম্বারের সমর্থকরা আরও কয়েকজন লোক নিয়ে লোহার রড, পাইপ, হাতুড়ি ও ধারালো অস্ত্রসহ হামলা করে ইউসুফ আলীর সমর্থকদের ওপর। এতেই এ ঘটনা ঘটেছে। এরই মধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এসজেড/
Leave a reply