Site icon Jamuna Television

রাশিয়ায় আলু পাঠাবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আলু আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। বাংলাদেশের জন্য তাই রাশিয়ায় আলু পাঠানোর ক্ষেত্র প্রস্তুত হয়েছে।

শনিবার (৫ মার্চ) বাংলাদেশের রাশিয়ান দূতাবাসে একটি প্রেস রিলিজ পাঠিয়ে বাংলাদেশ থেকে রাশিয়ায় আলু রফতানির ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তটি জানিয়েছে রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভেইল্যান্স (রোসেল খোদনাজর)।

রোসেল খোদনাজর এই নিষেধাজ্ঞা আরোপ করে ২০০৫ সালে। বাংলাদেশের আলুতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ায় আলু আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া। এর পেছনে আলুতে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মথের উপস্থিতি এবং ল্যাবটেস্ট সুবিধা না থাকা এবং আন্তর্জাতিক মান রক্ষা না করাকে কারণ হিসেবে দেখানো হয়।

এরপর করোনাকালীন সময়ে খাদ্যশস্য রক্ষার্থে বাংলাদেশের প্রণীত ব্যবস্থাগুলো পর্যালোচনা করে রাশিয়ার সংশ্লিষ্টরা জানান, ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

এম ই/

Exit mobile version