চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে সমগ্র বিশ্ব ভাগ হয়েছে তিন ভাগে। এক ভাগ রাশিয়ার পক্ষে, এক ভাগ ইউক্রেনের পক্ষে আর আরেক ভাগ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে কোন পক্ষে যাবে বা তারা নিরপেক্ষ। এসবের মধ্যেও চীন এখনও বন্ধুত্বের হাত বাড়িয়েই রেখেছে।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, বার্ষিক সাংবাদিক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, আমাদের দুই দেশের সম্পর্ক এখনো পাথরের মতো সুদৃঢ়। ভবিষ্যতেও আমাদের দুই দেশের পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে যা মানুষের জন্য কল্যাণকর।
মিত্র দেশ রাশিয়া ইউক্রেনে হামলা চালালেও চীন এই দুই দেশের মধ্যে শান্তি চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা শান্তির জন্য দুই দেশের মধ্যস্থতা করতে রাজি। যখনই কোনও আন্তর্জাতিক সংগঠন আমাদের সাহায্য চাইবে, আমরা তাদেরকে সকল সাহায্য করতে প্রস্তুত।
রাশিয়া-চীন সম্পর্ককে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বলে অভিহিত করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক বিশ্বের স্থিতাবস্থা এবং উন্নতির জন্য কাজ করবে। বিশ্বশান্তির জন্যও গুরুত্বপূর্ণ হবে আমাদের দুই দেশের ভূমিকা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
/এনএএস
Leave a reply