যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে ৩৫ মিনিটের ফোনালাপের পর এবার পুতিনকে ফোন দিয়েছেন নরেন্দ্র মোদি। সোমবার (৭ মার্চ) সকালে জেলেনস্কির সাথে কথা হওয়ার পরই দুপুরে পুতিনকে ফোন দেন মোদি। ৫০ মিনিট ধরে কথা হয় দুই নেতার। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় দু’জনের। এরপর থেকেই প্রশ্ন উঠছে, রাশিয়া-ইউক্রেনের মধ্যকার দ্বন্দ্বে মধ্যস্থতা করছেন মোদি? খবর হিন্দুস্তান টাইমসের।
জানা গেছে, ফোনালাপে পুতিনকে জেলেনস্কির সাথে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করেছেন মোদি। পাশাপাশি ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারে ‘সেফ প্যাসেজ’ তৈরির অনুরোধও জানান তিনি।
আরও পড়ুন: মোদি-জেলেনস্কির ৩৫ মিনিটের ফোনালাপ
জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালে জেলেনস্কির সাথে ফোনালাপেও পুতিনের সাথে কথা বলার আহ্বান জানান মোদি। বর্তমানে দুই দেশের মধ্যে কয়েকদফা শান্তি আলোচনা হলেও দুই নেতা সরাসরি এখন আলাপ করেননি। ফোনালাপের মাধ্যমে সেই দিকেই জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
যুদ্ধের শুরু থেকেই যুদ্ধবিরতি ও শান্তি আলাপের ওপর গুরুত্বারোপ করেছেন মোদি। এখন সেই দিকেই কিছুটা হাঁটছে দুই দেশ। সোমবার তৃতীয়বারের জন্য ইউক্রেনের ৪ শহর কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। তবে মোদি এ বিষয়ে মধ্যস্থতা করছেন কিনা তা নিয়েই এখন চলছে জল্পনা-কল্পনা।
এসজেড/
Leave a reply