স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (৭ মার্চ) বিকেলে গোপালগঞ্জ শহরের প্রেসক্লাব এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী মধুসূধন মন্ডল (৬০) এবং কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে ইঞ্জিনচালিত রিকশাভ্যান চাপায় ইমাম উদ্দিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত মধুসূধন মন্ডল সদর উপজেলার মানিকদাহ কাচারীপাড়ার মহানন্দ মন্ডলের ছেলে এবং নিহত ইমাম উদ্দিন কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের উজ্জ্বল শেখের ছেলে।
জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টায় ইমাম উদ্দিন তার বাড়ির পাশের রকিবুল ইসলাম নামে এক যুবকের সাথে ব্যাটারি চালিত ভ্যানে ঘুরতে যায়। ভ্যানচালক রাকিবুল ইসলাম রাস্তার মোড় ঘুরতে গেলে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে শিশু ইমাম উদ্দিন গুরুতর আহত হয়। আহত ইমাম উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের প্রেসক্লাব এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে দেয়ালের সাথে সজোরে ধাক্কা লেগে ইজিবাইকটি উল্টে গেলে নিচে চাপা পড়ে যাত্রীরা। এ সময় চালকসহ ৪ জন আহত হয়। আহতাবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মধুসূধন মন্ডলকে মৃত ঘোষণা করেন। বাকিদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদ ও গোপালগঞ্জ থানার এসআই বিশ্বজিৎ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএইচ/
Leave a reply