হুট করে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ায় সাকিবের ওপর চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব আফগানিস্তান সিরিজ উপভোগ করেননি ইস্যুতে তিনি বলেছেন, খেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি ইনজয় করিনি, মোটিভেশন নেই। এগুলা না থাকলে খেলেছো কেনো?
সোমবার (৭ মার্চ) রাতে গণমাধ্যমে কথা বলার সময় এসব কথা বলেছেন তিনি।
এ সময় তিনি বলেন, মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিল কেনো? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে বলতো আমি আইপিএলও খেলবো না। ধরেন আইপিএলেও নেয়া হলো। তখন কি বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত! জিনিসটি আমার মাথায়ই ঢুকছে না।
সাকিব আফগানিস্তান সিরিজ উপভোগ করেননি ইস্যুতে পাপন বলেছেন, তার যদি অফ ফর্ম থাকে, খেলতে ইচ্ছে না করে তাহলে সে বলতো খেলবো না। সমস্যাটা কোথায়? তাহলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি ইনজয় করিনি। আগ্রহ নেই, মোটিভেশন নাই। এগুলা না থাকলে খেলেছো কেনো? তো আমাদেরকে বলো। কাউকে না কাউকে বলতে তো হবে যে, আমার এখন খেলার প্রতি কোনো আগ্রহ নেই। খেলো না। খেলার পর এমন মন্তব্য করবে এটা তো কোনোভাবে হতে পারে না।
আফগানিস্তান সিরিজটা মোটেই উপভোগ করেননি সাকিব আল হাসান। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার পর রোববার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব আল হাসান। তবে দেশ ছাড়ার আগে সাকিব বলেন, আফগানিস্তান সিরিজ মোটেই উপভোগ করেননি তিনি। মানসিকভাবে বিপর্যস্ত সাকিবের মন টানছে না দক্ষিণ আফ্রিকায় খেলতে। তাই ক্রিকেট থেকে কিছুদিন ছুটি চান তিনি।
ইউএইচ/
Leave a reply