স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
পটুয়াখালীর প্রভাবশালী ঠিকাদার গোলাম সরোয়ার বাদল কর্তৃক এলজিইডির দু’জন প্রকৌশলীকে মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সকল এলজিইডি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার বিকেল সাড়ে চারটায় পটুয়াখালী এলজিইডি কার্যালয়ের সামনে আধাঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার প্রতিটি উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলীগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আক্রান্ত প্রকৌশলীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি হামলাকারী ঠিকাদার বাদলকে প্রচলিত ফৌজদারি আইনের আওতায় এনে বিভাগীয় তদন্ত শেষে তার ঠিকাদারি লাইসেন্স ও জামানত বাজেয়াপ্ত করার জোড় দাবি জানান কর্মকর্তারা। এছাড়া মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় মানববন্ধনে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী জি.এম শাহাবুদ্দিন।
প্রসঙ্গত, পুরনো ঠিকাদারি কাজের একটি বিলের জন্য রোববার দুপুরে পটুয়াখালীর দুমকী উপজেলা এলজিইডির দু’জন প্রকৌশলীকে মারধর করেন প্রভাবশালী ঠিকাদার গোলাম সরোয়ার বাদল। ওই দিন রাতে এ ঘটনা জানিয়ে দুমকী থানায় মামলা দায়ের করেন দুমকী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. নাজিম উদ্দিন। মামলায় সরকারি অফিসে প্রবেশ করে নির্বাহী প্রকৌশলীসহ দু’জন কর্মকর্তাকে মারধর করে সরকারি কাজে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে ট্রলি উল্টে চালক নিহত
ইউএইচ/
Leave a reply