খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

|

ছবি: প্রতীকী

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর রায়েরমহল এলাকায় রাজা শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে আটটায় ঘটনাটি ঘটেছে। হত্যার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ নগরীর বয়রা এলাকা থেকে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার বাহাউদ্দিনকে আটক করেছে।

নিহত রাজার বাবা তোরাব শেখ জানান, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মোবাইলফোনে কে বা কারা তার ছেলেকে ঘরের বাইরে নিয়ে যায়। কিছু সময়ের মধ্যে পরপর দুটি গুলির শব্দে ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, পূব পরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। নিহত রাজা শেখ নগরীর বয়রা এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনমাস আগে আদালত থেকে জামিন পায় রাজা। পুলিশ লাশের সুরতহাল শেষ করেছে।
আরও পড়ুন: ছেলের বিয়েতে অতিরিক্ত মদ্যপানে বাবার মৃত্যু
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply