তৃতীয় দফার শান্তি আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার (৭ মার্চ) কিয়েভের স্থানীয় সময় বিকেল ৪টা থেকে বেলারুশ সীমান্তে শুরু হয় এই বৈঠক। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক টুইট বার্তায় জানিয়েছিলেন, তৃতীয় দফার এই আলোচনায় প্রতিনিধি দলে কোনো পরিবর্তন আনা হয়নি। খবর আল জাজিরার।
এই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তা স্পষ্টভাবে জানা না গেলেও, আগের শর্তগুলোর ওপরই জোর দেবে রাশিয়া এমনটি আঁচ করা যাচ্ছে। তবে এ ক্ষেত্রে ইউক্রেনের কী প্রতিক্রিয়া তা এখনও জানা যায়নি। খবর এনডিটিভির।
সর্বশেষ গত বৃহস্পতিবার (৩ মার্চ) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেসামরিক লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে একমত হয় দুই পক্ষ। সেই সুবাদেই সোমবার কিয়েভসহ চারটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মস্কো। তাই তৃতীয় দফার এই আলোচনায় আরও কিছু স্বস্তির বিষয় উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।
এসজেড/
Leave a reply