ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (ডুফা) কর্তৃক আয়োজিত ডুফা প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ডুফা ব্লুজ। ফাইনাল ম্যাচে ডুফা রয়্যালসের বিপক্ষে ১০ রানের জয়ে শিরোপা ঘরে তুলেছে ব্লুজ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৮১ রান সংগ্রহ করে ডুফা ব্লুজ। জবাবে ব্যাট করতে নেমে ছয় ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৭১ রানে থেমেছে রয়্যালসের ইনিংস।
শুক্রবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) আয়োজনে এক দিনের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
ছয় দলের এই টুর্নামেন্টের ফাইনালে ডুফা ব্লুজ দলের অধিনায়কের হাতে যখন চ্যাম্পিয়ন ট্রফি, তখন করতালি দিতে দেখা গেল ডুফা রয়্যালসসহ টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের সদস্যদেরই। কারণ প্রতিযোগিতার আদলে এই টুর্নামেন্টের মূল লক্ষ্যই যে ছিল বন্ধুত্বের মিলনমেলা। দিনব্যাপী ক্রিকেটের প্রতিযোগিতাকে ছাপিয়ে গেছে ১৯৯৫-৯৬ ব্যাচের বন্ধুদের প্রাণবন্ত আড্ডা, বন্ধুদের পরিবারের সদস্যদের প্রাণবন্ত উচ্ছ্বাস।
সকাল ১০টায় ছয় ওভারের এ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরী। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীরাই এই টুর্নামেন্টের মাঠের খেলায় অংশ নিয়েছেন। টুর্নামেন্টে অংশ নেয়া ছয়টি দল হলো— ডুফা অ্যাভেঞ্জার্স, ডুফা ব্লুজ, ডুফা ডায়নামাইটস, ডুফা লায়ন্স, ডুফা রয়েলস ও ডুফা টাইগার্স।
Leave a reply