পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাতে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী এলাকায় বোদা-দেবীগঞ্জ জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুর হাট এলাকার নয়ন ইসলামের ছেলে মুন্না ইসলাম (১৬) ও একই এলাকার মো. লাভলুর ছেলে রায়হান (১৭)। তারা দু’জনে প্রতিবেশী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজ শেষে বোদা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন মুন্না ইসলাম ও তার প্রতিবেশী রায়হান। এ সময় তারা চন্দনবাড়ি ইউনিয়নের শিমলতলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান মুন্না। পরে স্থানীয়দের সহায়তায় রায়হানকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএইচ/
Leave a reply