স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীতে গলাকাটা অবস্থায় দুলাল মিয়া (৩৯) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) সকাল নয়টার দিকে সদর উপজেলার নজরপুর এলাকার একটি স্কুলের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত দুলাল মিয়া সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামের আবুল হাশেম এর পুত্র।
স্থানীয়রা জানায়, সকালে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়দের খবরে দুলাল মিয়ার পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করে। পরে পুলিশে খবর দিলে তারা সকাল ৯ টার দিকে লাশ উদ্ধার করে। তবে দুলাল কখনথেকে নিখোঁজ ছিল সেই তথ্য জানা যায়নি।
নরসিংদী মডেল থানার এসআই নূর হোসেন জানান, সকাল ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
/এডব্লিউ
Leave a reply