মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে মাটি মেশানো ট্রাক্টরের চাপায় কদর আলী (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৮টার দিকে পৌর এলাকার থানাপাড়ার আস্থা ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী থানা পাড়ার মৃত লাল্ডু মিয়ার ছেলে।
ইটভাটার শ্রমিকরা জানান, কদর আলী ইট তৈরি করার জন্য বালি সংগ্রহ করছিল। এ সময় মাটি মেশানো ট্রাক্টর পিছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই মাটি মেশানো ট্রাক্টরের চালক ধানখোলা গ্রামের খোরশেদ আলম পালিয়ে যায়।
ইটভাটা মালিক স্বপন জানান, দুর্ঘটনাবশত মৃত্যুর ঘটনা ঘটেছে। কদর আলী দরিদ্র মানুষ। এ কারণে স্থানীয়ভাবে বসে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, কদর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/
Leave a reply