রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে তৃতীয়দফায় শান্তি আলোচনা হয়েছে সোমবার (৭ মার্চ)। এ দিনই রাজধানী কিয়েভসহ চারটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবে সাময়িক অস্ত্রবিরতির অজুহাতে বেসামরিক ইউক্রেনবাসীর ওপর রাশিয়া হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির। সোমবার এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার দেশ ছেড়ে পালানোর দাবিও উড়িয়ে দেন।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরাতে একটি মধ্যস্থতা হয়েছিল। আদৌ কি সেটা কার্যকর হচ্ছে? ট্যাংক-মিসাইল তো রয়েছেই, এমনকি খাবার-ওষুধ সরবরাহের জন্য যেসব যোগাযোগ পথগুলো নির্ধারিত তাতেও স্থলমাইন পুঁতেছে রুশ সেনারা।
তিনি আরও বলেন, রাশিয়া দেদারসে রকেট ছুঁড়ছে ইউক্রেনবাসীদের বহনকারী বাসে। অথচ রুশ গণমাধ্যমগুলো নিরাপদে লোকজন সরানোর প্রপাগান্ডা ভিডিও সম্প্রচার করছে।
এসজেড/
Leave a reply