আফ্রিকার দেশ ইথিওপিয়ায় চলমান সংঘাতে গত চার মাসে প্রাণ হারিয়েছেন তিন শতাধিক মানুষ। সোমবার (৭ মার্চ) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।
দেশটির উত্তরাঞ্চলীয় ট্রাইগ্রে ও আফার প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় ঘটে এ প্রাণহানির ঘটনা। গুরুতর আহত হন আরও ৩৭৩ জন। রয়েছে ধর্ষণ ও যৌন হয়রানির মতো অভিযোগও। কেবলমাত্র গত নভেম্বর ও ডিসেম্বরেই আমহারা প্রদেশে ৩০৬টি ধর্ষণের ঘটনা রেকর্ড হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এসজেড/
Leave a reply