পোষা চিতাবাঘ ও অজগর ছেড়ে ইউক্রেন ছাড়তে নারাজ ভারতীয় ডাক্তার

|

ছবি: সংগৃহীত।

রুশ-ইউক্রেন সংঘাতের আজ ১৩তম দিন। দেশ দুইটির তৃতীয় দফা বৈঠকে কিয়েভসহ ৫ শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসলেও এখনও রুশ বাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের। তবে এই পরিস্থিতেতেও নিরাপদ আশ্রয়ে ফিরতে নারাজ ইউক্রেনে আটকা পড়া এক ভারতীয় চিকিৎসক।

কারণ, তিনি তার পোষা চিতাবাঘ ও অজগর রেখে নিরাপদ আশ্রয়ে ফিরতে চান না। ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত দোনবাস অঞ্চলে ‌আটকা পড়েছেন ঐ চিকিৎসক।

ভারতীয় ঐ চিকিৎসকের নাম গিরিকুমার পাতিল। তার দেড় বছর বয়সী একটি চিতা ও ছয় মাস বয়সী একটি অজগর রয়েছে। প্রাণীগুলোকে নিয়ে এক ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছেন তিনি।

ভারতীয় ওই চিকিৎসক বলেন, আমার জীবন বাঁচানোর জন্য আমার পোষা প্রাণীদের ছাড়তে পারব না। আমার পরিবার আমাকে আসার জন্য অনুরোধ করছে। কিন্তু আমার পোষা প্রাণী আমার সন্তানের মতো। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সাথেই থাকব ও তাদের রক্ষা করবো।

২০০৭ সালে চিকিৎসা বিষয়ে পড়ার জন্য ইউক্রেনে যান ডা. গিরিকুমার। তখন থেকে দোনবাসেই থাকেন তিনি। পরে স্থানীয় এক হাসপাতালে অর্থোপেডিক হিসেবে যোগ দেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply