ইউক্রেনে হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর বাড়ছে রাশিয়ার আগ্রাসন। মঙ্গলবার (৮ মার্চ) এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিবৃতিতে বলা হয়, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের মধ্যে পড়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। সংস্থাটি পরিসংখ্যানে তুলে ধরে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার অভিযান শুরুর পর থেকে প্রাণ হারিয়েছেন ৯ চিকিৎসক। এছাড়া, ১৬টি হাসপাতাল পুরোপুরি গুড়িয়ে গেছে। যার মাঝে রয়েছে ইজিয়ুম শহরের প্রধান হাসপাতাল, যা গত মঙ্গলবার মিসাইল ছুঁড়ে গুড়িয়ে দেয় রুশ বাহিনী।
গেল সপ্তাহে পোল্যান্ড সীমান্তে জরুরি সহযোগিতার প্রথম চালান পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাঠানো প্রয়োজনীয় দ্রব্যাদির মাঝে ছিল অক্সিজেন সিলিন্ডার, ইনসুলিন, পিপিই এবং অস্ত্রোপচারের সরঞ্জামসহ ওষুধ।
এদিকে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানান, চলমান অভিযানে ৬১টি হাসপাতালে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। তবে তাতে মোটেও দমে যাননি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বরং ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তারা দিয়ে যাচ্ছেন চিকিৎসা সেবা।
আরও পড়ুন: দেশকে বাঁচাতে অরণ্য-সাগর-রাজপথ, সর্বত্র লড়বো: জেলেনস্কি
এম ই/
Leave a reply