কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ৩ ছাত্রীর মৃত্যু

|

প্রতীকী ছবি।

কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে ৩ স্কুল ছাত্রীর। বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে এগারটার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রী রিফা সুলতানা মীম, তাসফিয়া আক্তার ও রিমা আক্তার একসাথে স্কুলের উদ্দেশে যাচ্ছিল। বিজয়পুর রেলক্রসিংয়ের পাশেই রেললাইন পাড় হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে ৩ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাবল লাইনে একই সময় দু’টি ট্রেন ছিল। ৩ শিক্ষার্থী একটি ট্রেন লক্ষ্য করলেও আরেকটি খেয়াল করতে পারেনি। মর্মান্তিক এই দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে। সেখানে একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছে তারা। নিহত ৩ ছাত্রীর বাড়িই বিজয়পুর এলাকায়।

পুলিশ জানায়, স্কুলে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই তিন ছাত্রীর মৃত্যু হয়।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply