পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারী পাথর শ্রমিকের লাশ উদ্ধার

|

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলায় একটি গম খেত থেকে করিমা বেগম (৩২) নামে এক নারী পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে ওই নারী পাথর শ্রমিকের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ মার্চ) সকালে প্রতিদিনের মতো করিমা বেগম পাথরের কাজের সন্ধানে তার বাবার বাড়ি অমরখানা থেকে বেড়িয়ে পড়েন। কিন্তু, সেদিন অনেক রাতেও তিনি বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন তার পরিবারের সদস্যরা।

বুধবার সকালে গোলাবাড়ি এলাকায় স্থানীয় এক গৃহবধূ তার বাড়ির পাশের পেঁয়াজ ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ গম খেতের আইলের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। এরপর স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পুলিশকে খরব দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সূরতহাল শেষে লাশটি উদ্ধার করে। লাশ ও ঘটনাস্থল তদন্তে পিবিআই কাজ করছে বলে জানা গেছে।
 
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া ওই নারী শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply