Site icon Jamuna Television

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ২৫

চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড কাঁদানী গ্যাস এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।

বুধবার (৯ মার্চ) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল শহরের জেএম সেনগুপ্ত রোডে একটি ট্রাককে মঞ্চ বানিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এসময় রাস্তা অবরোধ করে সমাবেশ করায় পুলিশ বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে কোনো মামলা হয়েছে কিনা বা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি।

এসজেড/

Exit mobile version