নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে হত্যার উদ্দেশ্যে বসুরহাট পৌরসভা কার্যালয়ে হামলা, গুলিবর্ষণ, মুজিব শতবর্ষ মেলা ভাঙচুর এবং সিএনজি চালক আলা উদ্দিন হত্যার এক বছর উপলক্ষ্যে কালো দিবস পালন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আজ বুধবার (৯ মার্চ) বসুরহাট পৌরসভা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শহীদ মিনারে একত্রিত হয়ে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে মেয়র আব্দুল কাদের মির্জা বলেন- নোয়াখালীর চলমান অপরাজনীতি, টেন্ডাবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করার চেষ্টা চালানো হয়েছে। এ সময় তিনি সিএনজি চালক আলা উদ্দিনের প্রকৃত হতাকারীদের বের করে আইনের আওতায় আনার দাবী জানান।
আরও পড়ুন: আর ফিরবে না জেনেও হাদিসুরকে ডাকছেন তার বাবা-মা
জেডআই/
Leave a reply