রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে ক্রেমলিনের কর্মকর্তাদের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।
বুধবার (৯ মার্চ) এক প্রতিবেদনে বৈঠকের বিশয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।
জানা গেছে, বৃহস্পতিবার (১০ মার্চ) ক্রেমলিনের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হবেন পুতিন। বৈঠকে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমানোর উপায় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দফতর।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরুর অভিযোগ করেছে মস্কো প্রশাসন। মঙ্গলবার (৭ মার্চ) রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার ১ম দিনই এমন অভিযোগ করলো ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া কীভাবে জানানো যায় তা ভাবছে মস্কো।
প্রসঙ্গত, সম্প্রতি আরোপিত নিষেধাজ্ঞার কারণে ১৯৯১ সালের পর সবচেয়ে গুরুতর অর্থনৈতিক সঙ্কটের মুখে রয়েছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে একের পর এক আসা পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির প্রায় পুরো অর্থনীতিই আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞার প্রভাব কমানোর উপায় নিয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন।
/এসএইচ
Leave a reply