রাশিয়ার বিরুদ্ধে শিশু হাসপাতাল ধ্বংসের অভিযোগ

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের মারিওপোলের একটি শিশু হাসপাতাল ধ্বংস করে দেয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। খবর আলজাজিরার।

বুধবার (৯ মার্চ) এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে মারিওপোল সিটি কাউন্সিল। কাউন্সিল জানিয়েছে, দখলদার রুশ বাহিনী শিশুদের হাসপাতালে বেশ কয়েকটি বোমা ফেলেছে, ধ্বংসযজ্ঞের মাত্রা বিশাল। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানায়নি কাউন্সিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কির অভিযোগ করে বলেন, মারিউপোল হাসপাতাল কমপ্লেক্সে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। সাধারণ মানুষ ও শিশুরা ধ্বংসস্তূপের নিচে রয়েছে। বিশ্ব আর কতকাল সন্ত্রাসকে উপেক্ষা করে তার সহযোগী হয়ে থাকবে? এই মুহূর্তে হত্যা, আকাশসীমা ও সব ধরনের নৃসংশতা বন্ধ করুন!

এ সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে জেলেনস্কি বলেন, আপনার ক্ষমতা আছে, কিন্তু দৃশ্যত আপনি মানবতা হারিয়ে ফেলছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply