বেনজেমার দুর্দান্ত হ্যাট্রিকে ইউসিএল থেকে পিএসজির বিদায়

|

দ্বিতীয়ার্ধে বেনজেমার হ্যাট্রিকে ইউসিএলের শেষ আটে জায়গা নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ


এবার কোয়ার্টার ফাইনালের আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলো মেসি-নেইমার-এমবাপ্পেরা। সান্টিয়াগো বার্নাব্যুতে ২য় লেগের খেলায় কারিম বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগের খেলায় পিএসজির মাঠে ১-০ গোলে হারার পর ২য় লেগে ঘরের মাঠে জয়ের বিকল্প কিছু ছিলো না অল হোয়াইটদের সামনে। কিন্তু প্রথমার্ধেই এমবাপ্পের গোলে ম্যাচ থেকে যেন অনেকটাই পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। ৩৯ মিনিটে নেইমারের পাস থেকে গোল পান এ ফ্রেঞ্চ সেনসেশন। এরপর ৬১ মিনিটে ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে প্রথম গোলের সাক্ষাৎ পান বেনজেমা। এরপর

৭৬ আর ৭৮ মিনিটে আরও দুবার বল জালে জড়ান এ ফরাসি ফরোয়ার্ড। আর এতেই এবারের ইউসিএল যাত্রার সমাপ্তি ঘটলো মেসি-নেইমারদের। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে শেষ আটে পা রাখে রিয়াল মাদ্রিদ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply