হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিরোধী নেতা ইয়ুন সুক ইয়ুল। নির্বাচনে ৪৮ দশমিক ৫৬ শতাংশ ভোট পেয়েছে তার দল রক্ষণশীল পিপল পাওয়ার পার্টি। খবর নিউ ইয়র্ক টাইমসের।
বৃহস্পতিবার (১০ মার্চ০ সকালে ঘোষণা করা হয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল। ফলাফল ঘোষণার পর দেখা যায়, ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির পেয়েছে ৪৭ দশমিক ৮৩ শতাংশ ভোট। ২ দশমিক ৩৭ শতাংশ ভোট পেয়েছে প্রগ্রেসিভ জাস্টিস পার্টি। ফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে ইয়ুন এর সমর্থকরা।
এদিকে, নির্বাচনের ফলকে জনগণের বিজয় হিসেবে অভিহিত করেন নব নির্বাচিত প্রেসিডেন্ট। বিজয় ভাষণে প্রতিদ্বন্দ্বীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সব দলের প্রতি আহ্বান জানান দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। এছাড়াও কোরিয় উপদ্বীপে টেকসই শান্তি ও নিরাপত্তার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ভাষণে। সিউল ও ওয়াশিংটনের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবেন বলেও জানান তিনি। আগামী ১০ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ইয়ুন।
/এসএইচ
Leave a reply